বেড়েই চলছে স্বল্পমূলধনী কোম্পানির দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক:

ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ার দর না বেড়ে উল্টো প্রতিনিয়তই বেড়েই চলছে স্বল্পমূলধনী কোম্পানির শেয়ার দর। এই সপ্তাহেও সাপ্তাহিক গেইনারে অবস্থান করছে স্বল্পমূলধনী দুই কোম্পানি। কোম্পানিদুটি হলো:- কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বি ক্যাটাগরির কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড সাপ্তাহিক গেইনারের তালিকায় রয়েছে ৭ম স্থানে। মাত্র চার কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ারের দর এই সপ্তাহে বেড়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ। নানান অনিয়মে জর্জরিত কোম্পানিটি সাপ্তাহিক গেইনারে আসা বলতে গেলে প্রায় রহস্যজনক।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি হলেও কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৪ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। তাছাড়া ২০১০ সালে ৫ শতাংশ বোনাস শেয়ারের ঘোষণা দেওয়ার পর ২০১৮ তে আবার ৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। দীর্ঘ আট বছর পর কোম্পানিটির ডিভিডেন্ড আসলেও কোম্পানিটির শেয়ারের মূল্য বেড়েছে হুহু করে।

১৯৯৬ সালে লিস্টিং হওয়া কোম্পানিটির শেয়ারের মাত্র ২৪ দশমিক ০৬ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানিটির পরিচালকদের হাতে। তাছাড়া কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণ রয়েছে ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে সাপ্তাহিক গেইনারের তালিকার ৯ম স্থানে রয়েছে স্বল্পমূলধনী আরেক কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।

কোম্পানিটি ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যা বলতে গেলে নামে মাত্র ডিভিডেন্ড ঘোষণা করা। ৩০ সেপ্টেম্বর,২০১৯ সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস লোকসানে রয়েছে ৩ টাকা ১০ পয়সা। এবং কোম্পানিটির পরিচালকদের হাতে রয়েছে মাত্র ২৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার ।

যেখানে ভালো কোম্পানির শেয়ার দর কোনমতেই বাড়ছে না সেখানে এরকম স্বল্পমূলধনী কোম্পানির শেয়ারের দর এভাবে বেড়ে যাওয়াটা কোন মতেই বাজার সাপেক্ষে স্বাভাবিক মনে করছে না বাজার বিশ্লেষেকরা। নিশ্চই এর পিছনে কোন না কোন কারসাজি চক্রের হাত রয়েছে।

এসএমজে/২৪/বা

Tagged