ব্লক মার্কেটে ২৬ কোম্পানির লেনদেন ৩৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৬ কোম্পানির মোট ৪৫ লাখ ৬৫ হাজার ৬১৯টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট। কোম্পানির মোট ১৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা। কোম্পানির মোট ৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা কোম্পানিটির মোট ৫ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন, আমান ফিড, আনোয়ার গ্যালভালাজিং, ব্রিটিশ আমেরিক্যান টোবাকো বাংলাদেশ, বীকন ফার্মা, ব্র্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফাইন ফুড, ‍জিবিবি পাওয়ার, জিএসপি ফাইন্যান্স, ম্যাক্সন স্পিনিং, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স, নিটল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, রিপাবলিক ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইহাম কটন, সী-পার্ল বীচ রিসোর্ট, সিমটেক্স এবং সামিট পাওয়ার লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged