পুঁজিবাজার স্থিতিশীল অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ

দেশের পুঁজিবাজার স্থিতিশীল অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে হবে। আবার বুঝে শুনে পুঁজিবাজারে আসতে হবে। কারো কথায় প্ররোচিত হয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করলে বিপদে পড়তে হতে পারে।

একজন মানুষ যা আয় করেন, তা থেকে সব খরচের পরে যে বাড়তি অর্থ থাকে সেটাই বিনিয়োগ করেন। অনেক সঠিক জায়গায় বিনিয়োগ না করার কারণে আর্থিকভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হন। এর কারণ হচ্ছে তারা বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে সঠিকভাবে জানেন না। আমাদের দেশে একজন মানুষ বিনিয়োগ করে কত আয় আর লোকসান করল সেটা সে বুঝতে পারে না। দেখা যায়, তার আয়ের থেকে লোকসান বেশি হয়। এর কারণ হচ্ছে তার বিনিয়োগের সঠিক জ্ঞান নেই।

পুঁজিবাজার স্থিতিশীল অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি দেশের পুঁজিবাজার যতটা উন্নত, সে দেশের অর্থনীতি ততটা ভালো। একটি ভালো পুঁজিবাজার ছাড়া উন্নত ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে পুঁজিবাজার দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি সবাইকে অনুধাবন করতে হবে।

Tagged