সব কোম্পানির একই ফেসভ্যালু কতটা যৌক্তিক?

তেলের দাম আর ঘিয়ের দাম এক হলে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এটি শুধু অসঙ্গতিই নয়, সঠিক ধারণার পরিপন্থি। আমাদের দেশে এমন উদাহরণ অনেক ক্ষেত্রেই রয়েছে। এ কারণে কোনো কিছু করতে গিয়ে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ফেসভ্যালু সমান হওয়ার বিষয়টিও এমনই।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির অবস্থা এক নয়। এর মধ্যে মৌলভিত্তির পাশাপাশি দুর্বল মৌলভিত্তির কোম্পানিও রয়েছে। সবগুলোর ফেসভ্যালু এক হওয়ায় অনেক সময় সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। এটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। কিন্তু কোনো পরিবর্তন নেই। বিষয়টির যৌক্তিকতা নিয়ে নানা সময় সংশ্লিষ্টরা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরপরও নীতিনির্ধারকরা একচুলও নড়েননি। এতে পুঁজিবাজার সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

Tagged