পুঁজিবাজার বিনিয়োগ সহায়ক হলে সকল পক্ষই লাভবান হবে

পুঁজিবাজার বিনিয়োগ সহায়ক হলে কতিপয় দুর্বৃত্ত ছাড়া সকল পক্ষই লাভবান হবে। এমনকি পুঁজিবাজারের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের গোটা অর্থনীতিই চাঙ্গা হতে পারে। এছাড়া শিল্পা খাত বিকাশের পাশাপাশি দেশে উপর্জনক্ষম মানুষের সংখ্যাও বৃদ্ধি পাবে। কারণ যৎমান্য পুঁজিও সহজে এখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। ছোট আকারের গচ্ছিত অর্থ বিনিয়োগের মধ্য দিয়ে যে কেউ পুঁজিবাজার থেকে মুনাফা পেতে পারেন।

বিশ্বের উন্নত দেশগুলোয় পুঁজিবাজার মানুষের উপার্জনের অন্যতম ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেসব দেশের মানুষ পুঁজিবাজারের দিকে প্রতিনিয়ত আগ্রহী হয়ে উঠছেন। এর ফলে একদিকে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শিল্পউদ্যোক্তারা তহবিল খরা কাটিয়ে উঠতে পারছেন। এতে উভয় পক্ষই লাভবান হচ্ছে।

আমাদের দেশেও পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল। কিন্তু এটি বিকশিত হওয়ার পথে কতিপয় চক্রের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতা দূর করা গেলে একটি বিশ্বমানের পুঁজিবাজার পাওয়া সম্ভব। এর জন্য নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যান্যদের ভূমিকা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হওয়া দরকার। তা হলে এর সুপ্রভাব কড়বে পুঁজিবাজারে। রাতারাতি সম্ভব না হলেও ধীরে ধীরে সেদিকেই যেতে হবে নীতিনির্ধারকদের।

Tagged