বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মাহবুব আহমেদ

 

এসএমজে রিপোর্টবাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মাহবুব আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার এর আগে তিনি অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ছিলেন। মঙ্গলবার সেপ্টেম্বর অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন

প্রজ্ঞাপনটিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর () (সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ বছরের জন্য নিয়োগ দেয়া হলো

জানা গেছে, এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক . জামালউদ্দিন আহমেদ এফসিএ গত ২০ আগস্ট অর্থ মন্ত্রণালয় তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার ফলে পদটি শূন্য হয়ে যায়। সেই শূন্য পদে মাহবুব আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে

উল্লেখ্য, ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মাহবুব আহমেদ সহকারী কর কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। মানিকগঞ্জের সন্তান মাহবুব আহমেদ এর আগে বাণিজ্য মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন

এসএমজে/২৪/র

Tagged