পুঁজিবাজার উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নিন

দেহের সবগুলো অঙ্গ একসঙ্গে কাজ না করলে শরীর স্বাভাবিক থাকে না। দেখা দেয় নানা ধরনের জটিলতা। আবার এই জটিলতা থেকে মুক্ত হতে হলেও কার্যকর ও সঠিক চিকিৎসা দরকার হয়। আমাদের দেশের পুঁজিবাজার সম্পর্কেও একই কথা খাটে। এখানে বাজারকে স্বাভাবিক করতে এবং রাখতে সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তির সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এর ব্যতয় ঘটলে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে।

দীর্ঘ সময় ধরে দেশের পুঁজিবাজার নানা ধরনের জটিলতায় ভুগছে। তাই এসব জটিলতা দূর করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। যেনতেনভাবে পুঁজিবাজারের সূচকের উত্থান হলেই বাজার স্বাভাবিক বলা যাবে না। দরকার হচ্ছে সঠিক উপায় স্বাভাবিক পুঁজিবাজার। যেটি বিশ্বের উন্নত দেশগুলোর পুঁজিবাজারের ক্ষেত্রে দেখা যায়। সেখানে অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের একটা নিবিড় সম্পর্ক থাকে। সেই সম্পর্কে ভিত্তিতে বাজারে উত্থান-পতন ঘটে। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজার অনেক সময়ই এই নীতি অনুসরণ করে না। যে কারণে বাজার অস্বাভাবিক হয়ে ওঠে। অস্বাভাবিক বাজার থেকে বিনিয়োগকারী, কোম্পানি, অর্থনীতি কোনো খাতই উপকৃত হয় না। কতিপয় ব্যক্তি উপকৃত হয়। এ কারণে স্বাভাবিকি পুঁজিবাজারই একটি উন্নত অর্থনৈতিক ব্যবস্থার সহায়ক হতে পারে এবং সেটিই কাম্য। আর এর জন্য সমন্বিত পদক্ষেপ হতে পারে উপযুক্ত কাজ।

Tagged