ঝুঁকিপূর্ণ শেয়ার নিয়ে দুষ্ট চক্রের কারসাজি

পুজিবাজারে কোনোভাবেই স্বস্তি ফিরছে না। একদিন সূচক কিছুটা বাড়লে পরের দিনই পতনে চলে যায়। আগের দিনের ইতিবাচক বাজার দেখে বিনিয়োগকারীদের যদিও আশা নিয়ে বাজারে আসে, কিন্তু সেদিন চোখে পড়ে পতনের তোড়। এভাবে প্রতিনিয়ত হোচটের মুখে রয়েছেন তারা।

কিন্তু বাজারের এই অস্থিরতার মধ্যেও দুষ্ট একটি চক্র লোকসানি ও দুর্বল মৌলের কিছু শেয়ার নিয়ে প্রতিনয়ত মাতামাতি করে চলছে। তারা কোম্পানিগুলোর শেয়ার দর তুঙ্গে তুলে নানা রকম গুঞ্জন রটায়, যাতে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বিনিয়োগে আগ্রহী হয়।

সাধারণ বিনিয়োগকারীরাও বিচার-বিশ্লেষন না করেই শেয়ারগুলোতে বিনিয়োগ করে বসেন। তারপর বিক্রির সময় আসার আগেই তারা লোকসানের মুখে পড়ে যান।

মন্দাবাজারেও একই ঘটনার অবতারণা হচ্ছে। এর ফলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। যে কারণে পুজিবাজার ঘিরে হতাশা তৈরি হয়েছে। তাই আমরা মনে করি সংশ্লিষ্টদের উচিত এখনই সতর্ক হওয়া এবং কার্যকর ব্যবস্থা নেওয়া। যারা অনিয়ম করে তারা কখনো এক জায়গায় থাকে না। তারা অভিনব কৌশলের আশ্রয় নিয়ে থাকে। এ জন্য সাদা চোখে তাদের ধরা যায় না।

Tagged