পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করা প্রয়োজন

দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হলে পুঁজিবাজারের ভূমিকা অস্বীকার করা যাবে না। বরং এটিকে আরো জোরালো করা প্রয়োজন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অনেকে ক্ষেত্রে নানামুখি উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের ফলে দেশের অর্থনীতি দারুণভাবে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দিয়েছে। কিন্তু পুজিবাজারকে সেভাবে গড়ে তোলা যায়নি। এখানে এখনও নানামুখী সংকট রয়েছে। এসব সংকট উত্তরণের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ। আর সেটি সম্ভব হলে পুজিবাজার দেশবাসীর কাছে বিনিয়োগের একটি ভরসার ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে। এটি এখনও সম্ভব হয়নি।

একটি আধুনিক, বিশ্বমানের পুজিবাজার গড়ে ‍তুলতে হলে সবার আগেই আসে সুশাসনের প্রশ্ন। আমরা আমাদের পুজিবাজারে কতটা সুশাসন কায়েম করতে পেরেছি. এটি একটি বড় প্রশ্ন। এর মীমাংসা না করে সামনে এগোনো সম্ভব নয়। কারণ বিনিয়োগকারীরা হচ্ছে পুজিবাজার প্রাণ। তাদের মধ্যে ধারণাগত পরিবর্তন দরকার। এখন অনেক বিনিয়োগকারী মনে করেন পুজিবাজার বিনিয়োগবান্ধব নয়। এখানে বিনিয়োগ করলে তারা পুজি হারাতে পারেন। এই শঙ্কার কারণে অনেকে বিনিয়োগ করতে আগ্রহী নয়। কতিপয় চক্রের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তাই সুশাসনের মধ্য দিয়ে যদি বাজারকে অনিয়মমুক্ত করা যায় তা হলে এই বাস্তবতা বদলানো সম্ভব।

Tagged