টি-টু নয়, টি-জিরোয় শেয়ার বিক্রয়যোগ্য হওয়া উচিত

বহুমুখী উন্নয়ন দরকার পুঁজিবাজারে। কারণ উন্নতবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের পুঁজিবাজার পরিচালনা করা দরকার। এখন সময় পরিবর্তনের পক্ষে। পৃথিবীজুড়ে পুঁজিবাজারের যে চেহারা, তার সঙ্গে আমাদের অনেক অমিল রয়েছে। বিশেষ করে শেয়ার বিক্রয়যোগ্য হওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময়, এটি উন্নতবিশ্বের কোথাও নেই। আমরা কোন যুক্তিতে এই পদ্ধতি আঁকড়ে আছি? আমাদের লেনদেট পদ্ধতি টি-টু না হয়ে টি-জিরো হওয়া প্রয়োজন। এতে যখন ইচ্ছা শেয়ার বিক্রি করা যাবে।

আমরা বহুবার লিখেছি, পুঁজিবাজারে শেয়ার লেনদেনের ক্ষেত্রে থেকে টি-টু নিয়মটি উঠিয়ে দেয়া হোক। এটি বর্তমান ডিজিটাল যুগে অচল। এর থেকে বের হয়ে আসা প্রয়োজন। এখন এক ক্লিকেই অনেক ঘটনা ঘটে যায়। সেক্ষেত্রে একটি শেয়ার ম্যাচিউরড হওয়ার জন্য দুইদিন অপেক্ষা করা কোনোমতেই যুক্তিসংঙ্গত নয়। এটি কেবলই কালক্ষেপণ। কথা হচ্ছে আমরা গণমাধ্যম হিসেবে বলতেই পারি। বলে যাওয়াটাই আমাদের কাজ। ঘটনাটি ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ এটি তাদেরই কাজ। সেই কাজে যত সময়ক্ষেপণ হবে ততটাই বিশ্বের সঙ্গে দৌড়ে আমাদের পিছিয়ে থাকতে হবে। আর এই পিছিয়ে থাকার খেসারত দিতে হবে দেশের অর্থনীতিকে। তাই আমরা আবারও আশা করবো, বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্টরা পদক্ষেপ নেবে।

Tagged