পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় একদিনও কালক্ষেপণ উচিত নয়

সময়ের কাজটি সময়ে করতে না পারলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। এটি সব সময়ই সত্য। কোনো কোনো সময় সিদ্ধান্ত নিতে একদিন কালক্ষেপণও উচিত নয়। আমরা আগেও বলেছি- দেশের পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের কালক্ষেপণ কাম্য নয়। এমন কি একদিন সময় ব্যয় করাও উচিত নয়।

অতীতেও দেখা গেছে, যখনই পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই একটি চক্র বাজার অস্থির করে তোলে। এ জন্য অনেক ভালো পদক্ষেপও ভেস্তে যায়। পুঁজিবাজারের সুশাসন যদি কায়েম হয়, তা হলে এ ধরনের সংকট কমে আসবে। যখন সুশাসন প্রতিষ্ঠার জন্য নিয়ন্ত্রক সংস্থা তৎপর হয়, তখনই এক ধরনের ভৌতিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তখন বাজারও ভৌতিক আচরণ করতে থাকে। এ সময় বাজার সামাল দেওয়াই কঠিন হয়ে পড়ে নিয়ন্ত্রক সংস্থার জন্য।

আমরা মনে করি, সুশাসনের বিকল্প নেই। তাই বাধা যতই আসুক লক্ষ্যে অবিচল থাকতে হবে। মনে রাখতে হবে বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে হলে সব ধরনের জঞ্জাল দূর করতে হবে। অনিয়মকারীরা যতই শক্তিশালী হোক, তাদের নৈতিক দুর্বলতা রয়েছে। তাই প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা হলে, অনিয়মকারীরা লেজ গুটিয়ে নেবে।

Tagged