পুঁজিবাজারে সংশোধন নাকি দরপতন?

পুঁজিবাজার টানা তিন কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ অক্টোবর) ফের দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের গতি। ডিএসইতে লেনদেন কমে চার’শ কোটি টাকার নিচে নেমে গেছে।

এর আগে নানা ইস্যুতে টানা দুই সপ্তাহ দরপতনের পর গত সপ্তাহের শেষ তিন কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী থাকে পুঁজিবাজার। এ পরিস্থিতি রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুর দিকে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। প্রথম দুই ঘণ্টার লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী থাকে।

কিন্তু দুপুর ১২টার পর দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় নাম লেখায়। এতে সূচকও ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের শেষদিকে দরপতনের মাত্র আরও বাড়ে। ফলে একদিনে দাম কমার তালিকা বড় হয়, অন্যদিকে সবকটি সূচক কমে দিনের লেনদেশ শেষ হয়।

বিষয়টি সংশোধন কিনা সেটি ভেবে দেখার অবকাশ রয়েছে। তবে অনেক বিনিয়োগকারীর মধ্যে মুনাফা তোলার প্রবণতা থাকতে পারে। সংশোধন পতন এটি পরিস্কার হবে পরবর্তী কার্য দিবসে।

Tagged