আগে মানুষের বিনিয়োগ নিরাপদ করার ব্যবস্থা করুন

দেশের যেসব জেলায় বিনিয়োগকারী কম, সেসব জেলায় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার আবদুল হালিম।

আবদুল হালিম বলেন, দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় পুঁজিবাজারে বিনিয়োগকারী একেবারেই কম। পাশাপাশি এসব জেলায় নারী বিনিয়োগকারীও খুবই কম। তাই এসব জেলার নারী-পুরুষকে পুঁজিবাজারমুখী করতে হবে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমরাও মনে করি দেশের জনসংখ্যার তুলনায় খুব কম মানুষই পুঁজিবাজারে বিনিয়োগে জড়িত। তবে কথা হচ্ছে, এই পরিস্থিতির উত্তরণ কীভাবে সম্ভব? বর্তমানে যারা বিনিয়োগে রয়েছেন তারাই কতটা নিরাপদ? তাদের পুঁজি হারানোর গল্প তো নতুন কিছু নয়। সুতরাং বাজারের পরিস্থিতি এখন সে জায়গায় নেয়া যায়নি, যা দেখে মানুষ আগ্রহী হয়ে পুঁজিবাজারে যুক্ত হবে। বরং দিন দিন পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা কমছে বলেই মনে হচ্ছে।

তাই আমরা বলবো, আগে পুঁজিবাজার স্থিতিশীল করুন, এর প্রতি মানুষের আস্থা সৃষ্টির চেষ্টা করুন, অনিয়ম বন্ধ করুন, তা হলে বাজারে বিনিয়োগকারীর অভাব হবে না। মানুষের বিনিয়োগ নিরাপদ করার ব্যবস্থা আগে করুন।

Tagged