স্বাস্থ্যব্যবস্থা মজবুত করার বিকল্প নেই

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে নতুন রেকর্ড। তবে গত কয়েকদিনে করোনার লক্ষণ নিয়ে আরও বেশ ক’জনের মৃত্যু হওয়ায় ধারণা করা যায় পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা থাকলে করোনাভাইরাসে মৃতের প্রকৃত সংখ্যাটা আরও বেড়ে যেতেও পারত।

করোনার নমুনা পরীক্ষা ও এ রোগে সংক্রমিত রোগীদের চিকিৎসা নিয়ে এখনও অনেক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুরুতে একটিমাত্র স্থানে পরীক্ষার ব্যবস্থা ছিল। বর্তমানে সে সুযোগ বাড়লেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই নমুনা পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত অনেক সীমাবদ্ধতা রয়েছে।

সংক্রমণ নিশ্চিত হওয়ার জন্য নমুনা পরীক্ষা করা খুবই জরুরি। তাই বর্তমান করোনা সংকট দেশের স্বাস্থ্য খাতের দুরবস্থার চিত্রটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এ কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের বিকল্প নেই। এটি না করে জাতি হিসেবে নিজেদের নিরাপদ ভাবার অবকাশ নেই।  উন্নতবিশ্বের দিকে তাকালে আমরা বিষয়টি ভালো করে বুঝতে পারবো। তারা সার্বিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থারও উন্নতি করেছে। আমাদের মানুষকে নিরাপদ করতে হলে এ বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন।