নতুন বছর: পুঁজিবাজারে প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটুক

খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম কার্যদিবস আজ রোববার। এই বছরটি ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক। কারণ গত বছরটি কেটেছে ভালো-মন্দ মিলিয়ে। শুরুতে পুঁজিবাজারে আলোকছটা থাকলেও শেষের দিকে হতাশাজনক চিত্র ছিলো। এতে বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে এক ধরনের সংশয় রয়েছে। নতুন বছরটি কেমন কাটবে পুঁজিবাজারে, এই নিয়ে রয়েছে নানা রকম মত। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়ে নতুন বছরে প্রত্যাশার বিষয়টিই বড় হয়ে উঠবে। বিশেষ করে করোনা মহামারির মধ্যে গত বছরটিতে নানা ধরনের প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারে। তাই এখন বিনিয়োগকারীদের কিছু প্রাপ্তি ঘটাই হবে কাম্য।

গত বছর পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব পদক্ষেপের ফলে বাজারে কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক প্রভাব পড়তে দেখা গেছে। বিশেষ করে বিএসইসির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপগুলো সমানতালে চলছিলো না। এ কারণে এক ধরনের সমন্বয়হীনতা দেখা গেছে। এটি বাজার সংশ্লিষ্টসহ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করে। আমরা আশা করবো, নতুন বছরে এই হতাশা দূর হবে। একইসঙ্গে বিনিয়োগকারীদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কিছুটা হলেও সমন্বয় ঘটবে।

Tagged