পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে ৩০ মিনিট

এসএমজে ডেস্ক:

দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে ৩০ মিনিট। করোনার ক্ষতি পুষিয়ে নিতে লেনদেনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে টানা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। তাতে বাজারে লেনদেন হবে সাড়ে চার ঘণ্টার। আজও (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৪ ঘণ্টার লেনদেন হয়েছে। স্বাভাবিক সময়েও নিয়মিত চার ঘণ্টার লেনদেন হয়েছিল বাজারে। করোনায় ৬৬ দিন লেনদেন বন্ধের ক্ষতি পোষাতে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হচ্ছে।

বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকায় দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ লেনদেনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে লেনদেনের সময় বাড়ানোর এ তথ্য জানানো হয়। ডিএসই জানিয়েছে, বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর চাহিদার পরিপ্রেক্ষিতে লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।

এসএমজে২৪/কা

Tagged