পুঁজিবাজারে যাতে ‘জোর যার, মুল্লুক তার’ ব্যবস্থা না হয়

স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এখনও সমাজের অনেক জায়গায় দেখা যায়- ‘জোর যার, মুল্লুক তার’ অবস্থা। এটি আমাদের মুক্তিযদ্ধের চেতনার পরিপন্থি। কারণ এ দেশ স্বাধীন হয়েছে অন্যায় আর জবরদস্তির বিরুদ্ধে লড়াই করে। পাকিস্তানীরা দেশবাসীর ওপর যে জুলুম চালিয়েছে, সেটি এই জাতি মেনে নিতে চায়নি। তাই দেশটাকে মুক্ত করেই তারা জবাব দিয়েছে অন্যায় আর জোরজবরদস্তির। এটি ছিলো স্বাধিকার আন্দোলনে বড় ধরনের নিয়ামক। তাই দেশের পুঁজিবাজারকে সঠিক জায়গায় আনতে হলে অদৃশ্যশক্তির আধিপত্য প্রতিরোধ করতে হবে। এখানে যেনো ‘জোর যার, মুল্লুক তার’ ব্যবস্থা কায়েম হতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।

অনেক সময়ই দেখা যায়, কতিপয় রাঘব বোয়ালের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। কারণ রাঘব বোয়ালদের অদৃশ্য শক্তি ও অর্থবিত্ত বেশি। তাই তারা জোর খাটিয়ে অবৈধ পন্থায় পুঁজিবাজারকে প্রভাবিত করে থাকে। তাদের এই আধিপত্য দূর করতে হবে। একই সঙ্গে তাদের খুঁটির জোর কোথায়, সেটিও খুঁজে বের করতে হবে। আমরা মনে করি, যদি সঠিকভাবে বিষয়টি করা যায়, তা হলে পুঁজিবাজারে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

Tagged