কর্তৃপক্ষের ব্যবস্থাপনার ফাঁক গলে কারসাজিচক্র পার পেয়ে যায়

গত বছরের মাঝামাঝি সময় থেকে পুঁজিবাজারে কারসাজি চক্রে দাপট বেড়েছে। এই দুষ্টচক্রের কারণে বহু বিনিয়োগকারী সর্বস্ব হারাচ্ছেন। অন্যদিকে কারসাজি চক্র ফুলে ফেঁপে উঠছে। এই চক্রের তৎপরতায় শেয়ার দর রাতারাতি ৭-৮ গুণ পর্যন্ত বেড়ে গেছে। কিন্তু শেয়ারদর আকাশচুম্বী হলেও এর বেনিফিট পেয়েছেন কেবল ওই কারসাজিকারীরা। অন্যদিকে, কারসাজির ফাঁদে পড়ে পথে বসেছেন শেয়ারবাজারের শত শত বিনিয়োগকারী। তাদের আহাজারির পাল্লা ভারি হলেও ওই কারসাজির সান-সৈকত বেড়েছে হাজার গুণে। তার ব্যবসা সম্প্রসারণ হয়েছে ব্রোকারেজ হাউজ থেকে তালিকাভুক্ত কোম্পানির মালিকানা ছাড়িয়ে ই-কমার্স প্রতিষ্ঠান পর্যন্ত। বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে, স্টক এক্সচেঞ্জসহ নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থাপনার দুর্বলতায় কারসাজি চক্র বার বার পার পেয়ে যাচ্ছে।

সাধারণ বিনিয়োগকারীরা ভালো মন নিয়ে সৎ উপার্জনের টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেন। নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে তাদের বিনিয়োগ নিরাপদ রাখা। সেটি হচ্ছে না। কারসাজিকারীরা বার বার জিতে যাচ্ছে। তাই এই পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে কী করে? তার তো কেবল লোকসানই দিয়ে যাচ্ছেন। যদি একটি বিশ্বাসযোগ্য পুঁজিবাজার গড়ে না ওঠে, কিছুতেই এই চিত্র বদলাবে না।

Tagged