পুঁজিবাজারের দীর্ঘ মেয়াদি উন্নয়ন প্রয়োজন

পুঁজিবাজারের সংকট উত্তরণে দীর্ঘ মেয়াদি উন্নয়ন প্রয়োজন। কোথাও একটু জটিলতা তৈরি হলো আর সেটি নিয়ে হৈচৈ হলো কিছুদিন পরে আবার থেমে গেলো, এটি কাম্য নয়। এর মধ্য দিয়ে খুব বেশি এগোনো সম্ভব নয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- তবে বিএসইসিই একমাত্র প্রতিষ্ঠান নয়। অন্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারের নীতি ও আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সহায়তা থাকতে হবে। এর মানে এই নয় যে, সরকারই পুঁজিবাজার চালাবে। বাজার চালাবে স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থা। মূলত এটি তাদেরই কাজ। আবার অনেক সময় এসব সংস্থায় অযোগ্য লোকবলও ঢুকে পড়তে পারে। তাই দেখেশুনে লোকবল নিয়োগ করাটাও একটা বড় ধরনের কাজ। কাজটি করতে হবে সতার সঙ্গে এবং খেয়াল রাখতে হবে কোনো ধরনের স্বজনপ্রীতি যাতে না হয়। এটি সম্ভব হলে বাজারে যে ধরনের অনিয়ম হয়, সেগুলো বন্ধ হবে। এতে পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীরা আগ্রহী হবে। এর মধ্য দিয়ে বাজারে গুণগত পরিবর্তন আসবে। যা নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকলে বাজার উন্নত হবে।

Tagged