পতনের বাজারেও দুর্বল শেয়ারের দর বাড়া উদ্বেগজনক

পুঁজিবাজারে পতন ঠেকিয়ে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের কোনো চেষ্টাই সফল হচ্ছে না। অব্যাহত রয়েছে কোম্পানিগুলোর শেয়ারের দরপতন। দরপতন থেকে রেহাই পাচ্ছে না মৌলত্তির শেয়ারও।কিন্তু এসময় তর-তর করে বাড়ছে স্বল্পমূধনী, লোকসানি দুর্বল কোম্পানির শেয়ার দর। এটি খুবই উদ্বেগজনক।

একটি উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠা হয় সামগ্রিক ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মধ্য দিয়ে। কেবল সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করলেই পুঁজিবাজার উন্নত হয়ে যাবে না। পাশাপাশি বাজারে চোরাগোপ্তা তৎপরতা বন্ধ করা প্রয়োজন। কারণ যারা অনিয়ম করে, তারা প্রতি নিয়ত নতুন নতুন কৌশল প্রয়োগক করে। এতে অনেক সময় সচেতন বিনিয়োগকারীরাও বিভ্রান্ত হন। এই বিভ্রান্তি বাজারের অনেক বড় ক্ষতি করে। কারণ এর মধ্য দিয়ে অশুভচক্র দুর্বল কোম্পানির শেয়ার নিয়ে নিয়মবর্হিভুতভাবে কারসাজিতে মেতে ওঠে। এই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হন অনেক বিনিয়োগকারী। সুতরাং বাজারে ভালো ভালো কোম্পানির শেয়ার যখন দরপতনের শিকার হচ্ছে, তখন দুর্বল শেয়ারের দর কীভাবে বাড়ে? গত সপ্তাহের বাজারে এমন অনেক শেয়ারের দর বেড়েছে। এটি সংশ্লিষ্টদের ভেবে দেখা প্রয়োজন এবং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

Tagged