না ফেরার দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার বর্ষীয়ান ও গুণী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১২ টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ নার্সিং হোম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই গুণী অভিনেতার। গত দুই দিন ধরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কোনো সাড়া দিচ্ছিলেন না এই অভিনেতা।

তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় এই অভিনেতার। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়। গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিং হোম হাসপাতালে ভর্তি হন তিনি।

১৯৩৫ সালে শিয়ালদার কাছাকাছি মির্জাপুর স্ট্রিটে (বর্তমানে সূর্য সেন স্ট্রিট) জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

এসএমজে/২৪/তা

Tagged