ধৈর্যধারণ পুঁজিবাজারে বিনিয়োগের বড় শিক্ষা

মানতেই হবে উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের পুঁজিবাজার অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখানে এখনও সামগ্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়নি। নানা ধরনের সীমাবদ্ধতা আমাদের আছে। তরপরও বলতে চাই সাধারণ বিনিয়োগকারীদেরও জানা-বোঝা এবং ধৈর্যের অভাব রয়েছে। এ কারণে তারা অতি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মনে রাখা প্রয়োজন পুঁজিবাজার কারো বাড়ি বাড়ি গিয়ে ডেকে আনে না। সবাই নিজের স্বাধীন সিদ্ধান্তের মধ্য দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেন। সুতরাং প্রত্যেকেরই দায় রয়েছে নিজের দায়িত্বটুকু পালন করার। বিশেষ করে পুঁজিবাজার সম্পর্কে, এর বৈশিষ্ট্য ও গতিপ্রকৃতি সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। কেউ পণ্ডিত হয়ে পুঁজিবাজারে আসবে এমনটি আমরা বলছি না। অন্তত সাধারণ প্রাথমিক ধারণাটুকু না থাকলে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত নয়। অমুকের কথায় তমুকের কথায় বিনিয়োগ করতে গেলে ক্ষতির হওয়ার আশঙ্কাই বেশি।

পুঁজিবাজার সম্পর্কে সহজলভ্য অনেক ভালো লেখকদের বই, পরামর্শ, ভিডিও এখন পাওয়া যায়। বিশেষ করে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছি নানা ধরনের প্রকাশনাসহ, কর্মশালা এবং বিভিন্ন রকম সচেতনমূলক কর্মসূচির মাধ্যমে বিনিয়োগকারীদের যোগ্য করে তোলার। যাতে তারা নিজেদের সিদ্ধান্তটুকু সঠিকভাবে নিতে পারেন। তারপরও দেখা যায় অনেক বিনিয়োগকারী পুঁজিবাজার সম্পর্কে সঠিক ধারণা না নিয়েই বিনিয়োগ করেন এবং তারা ক্ষতিগ্রস্ত হন। আমরা বলতে চাই এর মধ্য থেকে বিনিয়োগকারীদের বের হয়ে আসতে হবে। এছাড়া ধৈর্যধারণের সক্ষমতা থাকলেই পুঁজিবাজারে আসা উচিত। না হলে ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারবে না।

Tagged