দিকভ্রান্ত পুঁজিবাজার: লেনদেনে হতাশা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। প্রায় তিন হাজার কোটি টাকার লেনদেন কেনো এই অবস্থায় এলো এর একটা ব্যাখা খোঁজা দরকার সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতি আগেও হয়েছে। অনেক সময় আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবকে বড় করে দেখা হয়। অবশ্যই এর একটি প্রভাব রয়েছে, কিন্তু এটিও মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক পুঁজিবাজারগুলোর সঙ্গেও তুলনা করে দেখা দরকার। সেখানে কী ধরনের ঘটনা ঘটছে। এসব বিষয় মাথায় রাখা প্রয়োজন আমাদের দেশের পুঁজিবাজারের উন্নতির স্বার্থেই। না হলে পরিস্থিতি খুব একটা বদলাবে বলে মনে হয় না।

বড় পরিবর্তনের জন্য বড় পদক্ষেপ দরকার। আবার পদক্ষেপ নিয়ে সেটি সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারলে ফলাফল আশা করা যায় না। বর্তমানে পুঁজিবাজারের দিকে তাকালে মনে হবে এটি দিকভ্রান্ত। বিশেষ করে লেনদেন যে হারে কমছে এতে বাজারের কঙ্কাল বেরিয়ে আসছে। শেয়ারের যৌক্তিক দরপতনও একটা বড় ধরনের নেতিআচক প্রভাব ফেলছে লেনদেনে। বাজারের চিত্র দেখে মনে হয় সবাই শেয়ার বিক্রি করার জন্য মুখিয়ে আছে , কিন্তু পারছে না। এর ফলে লেনদেন আরও বেশি মন্থর হয়ে পড়ছে।

Tagged