জনবান্ধব বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হওয়া প্রয়োজন

করোনাভাইরাস সংক্রমণের ফলে সারা বিশ্ব এখন তছনছ। শুধু স্বাস্থ্যই নয় সার্বিক ব্যবস্থাপনায়ই ধস নেমেছে। বিশেষ করে অর্থনীতির ধস অকল্পনীয়। আমাদের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য এই দুর্যোগ মোকাবিলা করা আরো কঠিন। বিশেষ করে বাজার ব্যবস্থাপনা ঠিক রাখা বড় চ্যালেঞ্জ।
বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের বড় দুর্বলতা রয়েছ। যদি কোনো উৎসব বা বিশেষ দিবস আসে আমাদের দেশে বাজারে একটা হরিলুটের সুযোগ আসে। এক শ্রেণির লোক অনৈতিক মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়ে একটা অস্থিরতা সৃষ্টি করে। এতে মানুষের দুর্ভোগ বাড়িয়ে শ্রেণিটি অনৈতিক মুনাফা হাতিয়ে নেয়। এছাড়াও আরো নানা ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ ক্ষতির মধ্যে পড়ে।
বর্তমানে দেশে সব চেয়ে বড় মানবিক বিপর্যয় চলছে। এ সময়ও কিছু কিছু ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা দেখা যাচ্ছে। যা কোনো মতেই কাম্য নয়। দেখা যাচ্ছে রাজধানী বা জেলা শহরের বাজারে যে দরে পণ্য বিক্রি হচ্ছে তার অর্ধেক দর পাচ্ছেন না কৃষক। এটি ভোক্তা এবং উৎপাদক উভয়ের জন্যই ক্ষতিকর। ফলে একটি জনবান্ধব বাজার ব্যবস্থাপনাই এই আপদকালে মানুষ ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

Tagged