চার কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা

এসএমজে ডেস্ক:

ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি। আজ রোববার ৩ নভেম্বর এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানিগুলো হল- জাহিন স্পিনিং, সমতা লেদার কমপ্লেক্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস্ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

তথ্যমতে, বস্ত্র খাতের জাহিন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেকর্ড ডেট আগামী ২৪ নভেম্বর। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। এছাড়া শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৮১ টাকা্ এবং এনওসিএফপিএস ০.৩৬ টাকা।

চামড়া শিল্প খাতের সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৬১ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৬ টাকা

প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.২১ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০১ টাকা

কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প ও পেপার মিলস্ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর সকাল ১১ টায়।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) পুর্ণমূল্যায়ন রিজার্ভ সহ হয়েছে ২৬.০৭ টাকা ও পুর্ণমূল্যায়ন রিজার্ভ ছাড়া হয়েছে ১০.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৩৫ টাকা

এসএমজে/২৪/মি

Tagged