তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিনিয়োগ করা উচিত

পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা নানা কারণে লোকসানে পড়েন। এর মধ্যে যৌক্তিক এবং অযৌক্তি দুই ধরনেরই কারণ থাকতে পারে। কোনো কোম্পানি যদি লোকসান কিংবা কোনো ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে তা হলে ওই কোম্পানির শেয়ার দর কমে যেতে পারে। এটিকে যৌক্তিক কারণ বলতে হবে। আবার কোনো কারণ ছাড়াই যখন কোনো কোম্পানির শেয়ার দর বাড়ে কিংবা কমে এটিকে অযৌক্তিক বলতে হবে। এর বাইরেও লোকসানের কিছুর কারণ থাকতে পারে, তার একটি হচ্ছে যদি কোম্পানির তথ্য-উপাত্ত বিশ্লেষণ না করে কেউ শেয়ার কেনেন বা বিনিয়োগ করেন।

পুঁজিবাজারে এমন অনেক বিনিয়োগকারী রয়েছেন, যারা তথ্য-উপাত্ত বিশ্লেষণ না করেই হুজুগে বিনিয়োগ করে থাকেন। এই বিনিয়োগকারীদের লোকসান ঠেকানো কঠিন। একটি কোম্পানি সম্পর্কে ভালো করে জেনেই বিনিয়োগ করা উচিত। এছাড়া কোন কোম্পানি সামনে ভালো করতে পারে তার সম্পর্কে ধারণা থাকাও প্রয়োজন। না হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে। আজ-কাল তথ্যপ্রযুক্তির ব্যাপক বিকাশ ঘটেছে। হাতের কাছে অনেক কিছু পাওয়া যায়, বিশ বছর আগে এটি সম্ভব ছিলো না। তাই বিনিয়োগকারীরা যদি একটু সচেতন হন, তা হলে তাদের পক্ষে লোকসান এড়ানো সম্ভব।

Tagged