কারখানা বন্ধ রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের কারখানা চলতি বছরের অক্টোবর মাস থেকে বন্ধ রয়েছে। কোম্পানিটির কারখানা বন্ধ হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের অভাব।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানটির এ অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কোম্পানিটি আশা করছে আগামী ২০২০ সালের জানুয়ারি মাস থেকে কারখানা আবার চালু হবে।

উল্লেখ্য, এই বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা। শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা এবং কোম্পানিটির শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৬১ পয়সা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা

Tagged