কমপ্লায়েন্স ফ্যাক্টরি করবে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসা প্রসারের জন্য কমপ্লায়েন্স ফ্যাক্টরি করার কথা জানিয়েছেন সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ। আজ কোম্পানির ৩৯ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি একথা জানান।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়ার পরও বর্তমানে বাজারে ব্যবসা করে টিকে থাকা সম্ভব হচ্ছে না। ব্যবসা করে টিকে থাকতে গেলে অনেক বড় ধরনের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন। তাই আমরা কমপ্লায়েন্স ফ্যাক্টরি করার সিদ্ধান্ত নিয়েছি।

আজ সোমবার, ৩০ ডিসেম্বর রাজধানীর গুলশানে অবস্থিত গুলশান ক্লাবে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। মোর্শেদা আহমেদের সভাপতিত্বে এতে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য পূর্বঘোষিত ১ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে চূড়ান্ত অনুমোদন হয়।

এসএমজে/২৪/মি

Tagged