আজিজ পাইপসের বিনিয়োগে ডিএসই’র সতর্কবার্তা

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আজিজ পাইপস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। কোম্পানিটিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ বিষয়ে জানিয়েছে কোম্পানিটি নোটিশ প্রদান করে।

কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি সিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ১৮ মার্চ জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, ডিএসইতে গত ১৫ মার্চ আজিজ পাইপসের শেয়ার দর ছিল ৯৭ টাকা ৫০ পয়সা। ১৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ১১৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। এছাড়া, কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged