অযৌক্তিক দরপতনে পুঁজিবাজার আস্থা হারায়

টান ৭দিন দরপতনের পর একদিন সূচক ঘুরে দাঁড়িয়েছিলো। এরপর আবারও বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৭০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৪২ পয়েন্ট।

এর ফলে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থানের পর রোববার পুঁজিবাজারে বড় দরপতন হলো। এই দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আবারও আতঙ্ক ছড়াতে পারে।

যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাজারে যেভাবে দরপতন হচ্ছে তার পেছনে যুক্তি কী? অনেকে মনে করছেন গুজবের কারণেও এমনটি হতে পারে। আবার কেউ বলছেন মুনাফা তোলার প্রবণতাও কারণ হতে পারে। প্রকৃত কারণ কোনটি? একটানা পুঁজিবাজার অনেক দিন ঊর্দ্ধমুখী ছিলো। তারপরও বলে যায়, অনেকটা আগ্রাসীভাবে দরপতন হচ্ছে। এর জন্য কোনো ধরনের অদৃশ্য কারণ দায়ী কিনা সেটি খুঁজে দেখা দরকার। বিশেষ করে প্রায় এক দশক পর বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরতে দেখা গেছে। তাই এমন সময় টানা দরপতন কাম্য নয়।

Tagged