আগের অবস্থান থেকে সরে এলো বিডি অটোকার্স

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকার্সের পরিচালনা পর্ষদের ৪০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) এজেন্ডা (আলোচ্য সূচি) প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এতে কোম্পানিটি আগের অবস্থান থেকে সরে এলো।

কোম্পানিটির ৩ নম্বর এজেন্ডায় ১৫ শতাংশ বোনাস শেয়ারের পরিবর্তে নগদ লভ্যাংশ অনুমোদন করা হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি উক্ত লভ্যাংশ অনুমোদন করবে। বিডি অটোকার্সের লভ্যাংশের নতুন সিদ্ধান্ত জানার জন্য কোম্পানিটিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই একটি চিঠি পাঠিয়েছে।

উল্লেখ্য যে, ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিল। কোম্পানিটি পুঞ্জিভূত লোকসানে থাকা অবস্থায় এই ঘোষণা দিয়েছিল, যা বিএসইসি’র সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে। এ বিষয়ে এসএমজে২৪.কমে সংবাদ প্রকাশ হয়। এরপর কোম্পানিটি আগের অবস্থান পরিবর্তন করে। (পূর্বের সংবাদ)

এসএমজে/২৪/বা

Tagged