আইপিওর টাকায় ভবন নির্মাণ করলো এসকে ট্রিমস

এসএমজে ডেস্ক:

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিটি সাড়ে ৫ তলা বিশিষ্ট একটি ভবন নির্মার্ণ করেছে। এই ভবনের প্রতিটি ফ্লোর ৩ হাজার ৫০০ বর্গফুট। আর ভবনের মোট আয়তন ১৯ হাজার ২৫০ বর্গফুট।

উক্ত ভবনে গার্মেন্টস আনুসঙ্গিক ইউনিটে মেশিনারিজ স্থাপনের পর কোম্পানিটির আগের থেকে প্রায় ৩০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়বে। এছাড়া পণ্য বিক্রির পর কোম্পানির বছরে ১৯৫ কোটি টাকা রাজস্ব হবে এবং কর পরিশোধের পর ৩৫ কোটি টাকা মুনাফা আসবে।

২০১৮ সালে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে। প্রসপেক্টাস অনুযায়ী, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিওর কাজে ব্যয় করার বিষয় উল্লেখ্য ছিল। এর মধ্যে মেশিনারিজ কিনতে ১২ কোটি ৭৩ লাখ টাকা, ভবন নির্মাণে ১৪ কোটি ৮৯ লাখ টাকা এবং আইপিও খরচে ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় করা হবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা

Tagged