তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত হোক

ফসল রোপণ করেই দায়িত্ব শেষ করা যায় না। এর পরিচর্যাও নিশ্চিত করতে হয়। তাহলেই ফলন ঘরে ওঠে। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রেও এটি প্রয়োজন। আগে দেখা গেছে পুঁজিবাজারের উন্নয়নে অনেক ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু সেসব সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি তদারকি করা হয়নি। এতে ওইসব সিদ্ধান্ত থেকে খুব একটা সুফল আসেনি।

পুঁজিবাজারে তহবিল বরাদ্ধের জন্য সরকারের কাছে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান। সেই দাবির প্রতি সাড়া দিয়ে পুঁজিবাজার স্বাভাবিক করতে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার তহবিল গঠনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি বাজারের জন্য সুসংবাদ। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা সেই দায়িত্বও সংশ্লিষ্টদের নিতে হবে। এই তহবিল যেনো কোনো ধরনের সুযোগ সন্ধানীদের পকেটে চলে না যায় সেটি নিশ্চিত করতে হবে। তা নাহলে অতীতের মতোই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বিষয়টি মাথায় রেখে তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক। ব্যক্তি কিংবা গোষ্ঠী নয়, দেশের অর্থনীতি মজবুত হয়, সেই বিবেচনাকে প্রাধান্য দেয়া হোক।

Tagged