দিন-দ্য ডে ছবির ট্রেলার দেখে হলিউড মুভি ভেবেছেন সবাই

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনায় গত বছর শুরু হয় দিন-দ্য ডে ছবির শুটিং। যৌথ প্রযোজনার এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন অনন্ত জলিল। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা আতাশ জমজম। এখন ছবিটির পোস্ট প্রাডাকশনের কাজ চলছে। মুক্তির আগেই ছবিটির ট্রেলার নিয়ে অনন্ত জলিল হাজির হলেন বাংলাদেশ প্রযোজক–পরিবেশক সমিতির বার্ষিক বনভোজনে।

গত ২২ ফেব্রুয়ারি সকাল থেকেই সাভার আর্মি ডেইরি ফার্ম পিকনিক স্পটে শুরু হয় বনভোজনের আয়োজন। তারকাদের এই মিলনমেলায় অংশ নিতে অফিস থেকেই বনভোজন স্পটে আসেন অনন্ত জলিল। সঙ্গে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। তারকা, প্রযোজকদের এই মিলনমেলায় অনন্ত জলিল প্রথমবারের মতো দিন–দ্য ডে ছবির ট্রেলার উন্মোচন করেন। অ্যাকশন ও রহস্যে ঘেরা ছবিটির গল্পের প্রয়োজনে বাংলাদেশ, আফগানিস্তান ও ইরানের চোখধাঁধানো লোকেশনে মারপিটের দৃশ্য ধারণ করা হয়, যা ট্রেলারে দেখে পছন্দ করেন উপস্থিত চলচ্চিত্রকর্মীরা। বার্ষিক প্রযোজক–পরিবেশক সমিতির বনভোজনে তাকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক–পরিবেশক সমিতিকে অনেক ধন্যবাদ।

ছবিটির জমজমাট আয়োজনের প্রশংসায় ভাসতে থাকেন ছবির এই তারকা দম্পতি। ট্রেলার দেখানো শেষ হলে অনেকেই সে সময় মন্তব্য করেছেন, তারা যেন হলিউডের কোনো ছবির ট্রেলার দেখছেন— এমনটাই জানালেন অনন্ত জলিল।

তথ্যপ্রযুক্তির এই যুগে পিছিয়ে থাকতে চান না অনন্ত জলিল। তার ছবিতে পাশ্চাত্য প্রযুক্তির ছোঁয়া লেগেছে অনেক আগেই। সেটা অনন্ত জলিল খোঁজ–দ্য সার্চ ছবির সময়ই জানিয়েছিলেন। দেশের অনেক পরিচালক এবং প্রযোজক একবাক্যে স্বীকার করেন, অনন্ত জলিল ছবিতে প্রযুক্তির ব্যবহারে সব সময়ই এগিয়ে থাকেন। দিন-দ্য ডে ছবির শুটিংয়ে স্টান্টম্যান ব্যবহার না করে নিজেই উড়োজাহাজ থেকে লাফ দিয়ে গত বছর আলোচনায় এসেছিলেন এই শৌখিন অভিনেতা ও ব্যবসায়ী।

সেদিনের আয়োজনে সামিল হয়েছিলেন সাংসদ ও চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক শাকিব খান, রোজিনা, অঞ্জনা, মৌসুমী, অনন্ত জলিল, বর্ষা, ডিপজল, ববি, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, পপি, সায়মন সাদিক, পূজা চেরী, নিরব, মৌমিতা মৌসহ অনেক তারকা। প্রযোজক ও পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম, শামসুল আলম, মুশফিকুর রহমান, বদিউল আলম, ছটকু আহমেদ, মোহাম্মদ হোসেন প্রমুখ।

এসএমজে/২৪/রা

Tagged