ম্যাকসন স্পিনিংয়ের ৭৫ শতাংশ মুনাফা কমেছে

এম এইচ রনি:

চলতি অর্থবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ম্যাকসন স্পিনিং কোম্পানির মুনাফা কমেছে গত অর্থবছরের তুলনায় ৭৫ শতাংশ। মুনাফার পরিমাণ এক বছরের ব্যবধানে এতো কমে যাওয়ায় প্রশ্ন তুলেছেন বাজার সংশ্লিষ্টরা।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানির মুনাফা ছিল ১১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮০৪ টাকা। চলতি ২০১৮-১৯ সমাপ্ত অর্থবছরে হয়েছে মাত্র ২ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৩৪৯ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা ৭৫% এর বেশি কমেছে। এছাড়া কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো কয়েক বছর ধরে কমে যাচ্ছে।

এ প্রসঙ্গে কোম্পানিটির নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ মহসিন আদনান এসএমজে২৪ ডটকমকে বলেন, গত এক-দেড় বছর ধরে স্পিনিং সেক্টরের অবস্থা ভালো নয়। সুতার প্রাইজ কমে গেছে, কস্ট বেড়ে গেছে। এ কারণে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে। শুধু আমাদের কোম্পানি নয়, এ সেক্টরে অন্য সব কোম্পানিরও ব্যবসায়িক অবস্থা নড়বড়ে। ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

একই প্রসঙ্গে কোম্পানিটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইউনুস ভূঁইয়া বলেন, আগে এ সেক্টরের ব্যবসার অবস্থা ভালো ছিলো। উৎপাদনও ভালো ছিলো। বিক্রির পরিমাণ বেশি ছিলো। যে কারণে মুনাফা ভালো হতো। কিন্তু গত কয়েক বছর ব্যবসা খারাপ থাকায় অপারেটিং ক্যাশ ফ্লো  কমে যাচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি একেএম মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের প্রক্রিয়া চালাচ্ছে কোম্পানিটি।এক বছরের ব্যবধানে ৭৫ শতাংশের বেশি মুনাফা কমে যাওয়াটা স্বাভাবিক নয়। গত এক বছরে এই দেশে এমন কোন ঘটনা ঘটেনি যে, কোম্পানিটির এমন বেহাল দশা হবে। এই কোম্পানি পুঁজিবাজার থেকে ডি-লিস্টেড হতে ডিএসইকে চিঠিও দিয়েছিলো। আমরা বাধা দিয়েছি। কোম্পানিটি সবাইকে মিথ্যা তথ্য দিচ্ছে। এখন নিয়ন্ত্রক সংস্থার উচিৎ ভালোভাবে মনিটরিং করা।

এসএমজে/২৪/এম এইচ

Tagged