স্বাভাবিক সংশোধনে পুঁজিবাজারের ক্ষতি নেই

প্রতি কার্যদিবসেই সূচক বা শেয়ার দর বাড়বে, এমনটি আশা কর সমীচীন নয়। উত্থান-পতন থাকবেই। এটি বাজারের ধর্ম। এছাড়া মাঝে-মধ্যে পুঁজিবাজার সংশোধন হওয়া ভালো। এতে ক্ষতির কিছু নেই। তবে স্বাভাবিক সংশোধন আর ইচ্ছাকৃতভাবে বাজার প্রভাবিত করা এক নয়। এখানে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থাকতে পারে।

গত কয়েক কার্যদিবস বাজার ওঠা-নামার মধ্যে রয়েছে। এটি যদি স্বাভাবিক বিষয় হয়, তা হলে চিন্তার কিছু নেই। এর ব্যত্যয় হলে অবশ্যই সংশ্লিষ্টদের ভাবনার বিষয় আছে। চলতি বছর অনেকগুলো কোম্পানি শেয়ার দর বেড়েছে। এর সবই যে যৌক্তিক কারণে বেড়েছে, এমন নয়। অনেক দুর্বল শেয়ারের দরও বেড়েছে। এসব শেয়ার দর এখন কমলেও বিস্মিত হওয়ার কিছু নেই। তবে আবার অনেক শেয়ার এখনও অবমূল্যায়িত। সেগুলোর দর না বাড়াটাও স্বাভাবিক বিষয় নয়। কথা হচ্ছে, স্বল্পমূলধনী বা দুর্বল শেয়ারের দর বাড়লে এর পতনের আশঙ্কাই বেশি। কিন্তু যে শেয়ারগুলোর এখনও আশানুরূপ দর বাড়েনি, সেগুলোর বিষয়েও প্রশ্ন থাকটা অস্বাভাবিক নয়। সামগ্রিকভাবে পুঁজিবাজার যদি স্বাভাবিক থাকে তা হলে দুশ্চিন্তার কিছু নেই। আর যদি সেটি না হয় তখনই বিষয়টি জটিল হয়ে যায়।

Tagged