সাত হাজার পয়েন্টে সূ্চক: নিচে নেমে যাওয়াটাই অস্বাভাবিক

পুঁজিবাজারে আবার গতি ফিরেছে। প্রায় এক মাসের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আবার সাত হাজারের মাইলফলক ছাড়িয়েছে। গতকাল ডিএসইএক্স সূচকটি ৫৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৯ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ৭ ডিসেম্বর সূচকটি একই অবস্থানে ছিল। এরপর সেটি কমতে কমতে ২৬ ডিসেম্বর ৬ হাজার ৬৩০ পয়েন্টে নেমে গিয়েছিল। বর্তমান সময়ে সূচক সাত হাজার নয়, আট হাজারে থাকাটাই স্বাভাবিক। আর সাত হাজারের নিচে নামাটা অস্বাভাবিক।

সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান হয়েছে। এখন দরকার হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো। গত প্রায় তিন মাসের ব্যবধানে গতকালই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৭ অক্টোবর সর্বোচ্চ ২ হাজার ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

নতুন বছরের শুরু থেকেই পুঁজিবাজারে আবার চাঙাভাব দেখা যাচ্ছে। তাতে সূচকের পাশাপাশি লেনদেনেও গতি ফিরেছে। বিশেষ করে সরকারের মালিকানাধীন কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধির মাধ্যমে গত প্রায় ১০ কার্যদিবস ধরে বাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। এটি বাজারের ভালো লক্ষণ।

Tagged