সব শেয়ারের ফেসভ্যালু অভিন্ন কী করে হয়

পুঁজিবাজারে গুণগত পরিবর্তন খুবই জরুরি একটি বিষয়। শুধু লেনদেন আর সূচক বাড়িয়েই বাজারের উন্নতি করা সম্ভব নয়। এর জন্য দরকার সামগ্রিকভাবে একটি উন্নত কাঠামো। যার উপর ভিত্তি করে পুঁজিবাজার পরিচালিত হবে। এর মধ্যে নানা ধরনের বিষয় থাকতে পারে। সব ধরনের নিয়ম কানুন, সুশাসন, স্বচ্ছ ব্যবস্থাপনাসহ আরও অন্যান্য দিক। যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন সম্ভব না হলে পিছিয়ে পড়তে হয়। বিশেষ করে বর্তমানে আমাদের পুঁজিবাজারে সব কোম্পানির শেয়ারের একই ফেসভ্যালু একটি বড় ধরনের দুর্বলতা হিসেবে রয়ে গেছে। এর পরিবর্তন দরকার।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানির একেক ধরনের আর্থিক ভিত্তি। এসব কোম্পানির সক্ষমতার মধ্যেও রয়েছে বড় ধরনের তারতম্য। ফলে সব কোম্পানির শেয়ারের ফেসভ্যালু কী করে অভিন্ন হয়? এটি বিনিয়োগকারীদের মধ্যে প্রথমেই বিভ্রান্তি তৈরি করে।

পুঁজিবাজারের গুণগত পরিবর্তনের কথা ভাবতে হলে শেয়ারের ফেসভ্যালুর বিষয়টি মীমাংসা হওয়া প্রয়োজন। এটি কেবল বিনিয়োগকারীই নয়, একটি উন্নত পুঁজিবাজারের জন্য অপরিহার্য বিষয়। কিন্তু সংশ্লিষ্টরা কী কারণে বিষয়টিকে আমলে নিচ্ছেন না আমাদের বোধগম্য নয়।

Tagged