সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পুঁজিবাজার উন্নয়নের চাবিকাঠি

কথায় আছে- সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলেই যেকোনো বিষয়ে উন্নয়ন সম্ভব। দেশের পুঁজিবাজারের বেলায়ও এই সত্য খাটে। এই সঠিক পদক্ষেপের দাবিই দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে ঘুরপাক খাচ্ছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতি এই দাবি ছিল সর্বমহলের। কিন্তু আগের কমিশন এই দাবি পূরণ করতে পারছিল না। এ কারণে কমিশন বদলের দাবি উঠেছিল পুঁজিবাজারে। এরপর অনেক চড়াই উতড়াই শেষে নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন আসে। যেটি ছিল সাধারণ বিনিয়োগকারীদের প্রাণের দাবি।

নতুন কমিশন এসেই বেশ কিছু সময় উপযোগী ও কার্যকর পদক্ষেপ নেয় পুঁজিবাজারে। এরপর বাজার ঘুরে দাঁড়ায়। তাই বিনিয়োগকারীরা সুদিনের আশা করছেন বর্তমান বাজার নিয়ে। তবে এতে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আরও অনেক কিছু করার আছে বাজার নিয়ে। তাই সামনেও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে বাজার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হবে। এ কারণেই নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ পদক্ষেপ ও পরিকল্পনার ওপর নির্ভর করছে বাজারের ভালো-মন্দ। সেটিই এখন দেখার বিষয়।

Tagged