সঠিক পদক্ষেপ নিতে পারলে পুঁজিবাজার হতে পারে উন্নয়নের চাবিকাঠি

বর্তামানে দেশে অন্যতম আলোচিত শব্দ হচ্ছে ‘উন্নয়ন’। উন্নয়ন কতটুকু হলো আর হলো না এই নিয়ে ভিন্ন মত থাকলেও, আমরা জোরগলায় বলতে চাই- সঠিক পদক্ষেপ নিতে পারলে পুঁজিবাজার হতে পারে দেশের উন্নয়নের চাবিকাঠি। এখানে যারা নীতিনির্ধারক পর্যায়ে রয়েছেন, তাদের সততা যোগ্যতা থাকলে এটি অসম্ভব নয়। এদেশের মাত্র ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। এটি অনেক বড় অর্জন এবং চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জ উতরে গেছে বাঙালি। পাকিস্তানী সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জেতার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আমাদের সন্তানেরা মেধাবী এবং পরিশ্রমী। তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আর সৎ, যোগ্য লোক ছিলেন। এখন রয়েছেন। কিন্তু আমলাতন্ত্র আর স্বজনপ্রীতির কারণে এসব লোক নীতিনির্ধারণী পর্যায়ে থাকার জন্য মনোনীত হন না। বিশেষ করে দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে এটি বিরল কোনো ঘটান নয়। যে কারণে অনেক সময় সঠিক পদক্ষেপ নেওয়া যায় না। এটি দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন। তাহলে পুঁজিবাজারের অগ্রগতি দ্রুতই হওয়া সম্ভব।

Tagged