শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আইএমও রেগুলেশন অনুযায়ী মেরিন ফুয়েল বিক্রি করবে কোম্পানি দুইটি।

জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশের পানিতে দেশি এবং বিদেশি জাহাজের বাংকার হিসাবে শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে।

অন্যদিকে পদ্মা অয়েল কোম্পানিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে দেশি-বিদেশি জাহাজের জন্য   মেরিন ফুয়েল সরবরাহ করবে।

এছাড়া, কোম্পানিদুটি প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রি করে ৫৫ টাকা মার্জিন পাবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged