লোভ ও গুজবের ফাঁদ এড়িয়ে বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ

পুঁজিবাজারে বেশির ভাগ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন লোভ ও গুজবের ফাঁদে পা দিয়ে। অনেক সময় হয়তো গুজবে কান দিয়ে লাভবান হওয়া যায়। কিন্তু গুজবে বিনিয়োগ করে একবার, দুই বা তিনবারে যত লাভ হয়, চতুর্থবারে গিয়ে তার চেয়ে বেশি লোকসান গুনতে হয়। অনেকে মনে করেন গুজবে বিনিয়োগ করেই বেশি লাভবান হওয়া যায়। এটি সঠিক ধারণা নয়। বেশির ভাগ সময় গুজবে খারাপ শেয়ারের দাম বাড়ে। দাম বাড়তে থাকলে অনেকে লাভবান হন। কিন্তু দাম যখন একবার কমতে শুরু করে, তখন ক্রেতাও পাওয়া যায় না। আবার অনেকে দাম বাড়তে থাকলে কেবলই বাড়বে, এই ভেবে শেয়ার বিক্রি করেন না। মুনাফার লোভে পড়ে শেষ পর্যন্ত অনেককে তাই ক্ষতিগ্রস্তই হতে হয়।

বারবারে বিনিয়োগকারীদের স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে- ধৈর্য নিয়ে ভালো শেয়ারে বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ। সে ক্ষেত্রে সাময়িকভাবে লাভের মুখ না দেখলেও দীর্ঘ মেয়াদে মুনাফার সুযোগ থাকে। কিন্তু দুর্বল শেয়ারে সেই সুযোগ নেই। এই কারণেই বিনিয়োগ করার আগে দশবার ভাবা দরকার।

Tagged