লেনদেন হাজার কোটি টাকা ছাড়ানোটা ইতিবাচক

এক মাসের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত বুধবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ২ অক্টোবর ডিএসইতে সর্বোচ্চ ১ হাজার ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।

চেক জমা দিয়েই শেয়ার কেনার সুযোগ পুনর্বহাল করায় বিনিয়োগকারীদের আশার সঞ্চার হয়। ফলে নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারীও এদিন বাজারে সক্রিয় হন।

তাতে লেনদেন বেড়েছে। নতুন করে ওইদিন অনেক বিনিয়োগকারী বাজারে বিনিয়োগ করেছেন। সাম্প্রতিক দরপতনের কারণে তাঁদের অনেকেই চুপচাপ ছিলেন।

গত মঙ্গলবার চেক জমা দিয়েই শেয়ার কেনার সিদ্ধান্ত পুনর্বহাল করে নির্দেশনা জারি করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে গত ১১ অক্টোবর চেক নগদায়ন না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুবিধা বাতিল করা হয়। বিএসইসির নির্দেশনার আলোকে ডিএসই এ–সংক্রান্ত আদেশ জারি করেছিল।

সবকিছুর পরও বলা যায়, এ সময়ে লেনদেন হাজার কোটি টাকা ছাড়ানোটা বেশ ইতিবাচক। এ ধারাবাহিকতা বজায় থাকলে কিছুটা গতি ফিরতে পারে পুঁজিবাজারে। তবে এ সময় বিনিয়োগকারীদেরও সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে।

Tagged