লেনদেন বাড়ার পেছনেও স্বচ্ছতা থাকা প্রয়োজন

যে কোনো ব্যবস্থাপনার বড় শর্ত হচ্ছে স্বচ্ছতা। এর বাইরে গিয়ে কোনোকিছু ভাবার সুযোগ নেই। তারপরও দেখা যায় অনেক বিষয়ে স্বচ্ছতার অভাব। আমাদের দেশে এটি একটি বড় ধরনের সংকট হিসেবে থেকে যাচ্ছে। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রেও এটি সত্য। এখানে স্বচ্ছতা না থাকলে কোনোকিছুই সঠিকভাবে এগোতে পারবে না।

সম্প্রতি দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে দেশব্যাপি লকডাউনে ব্যাংক ব্যবস্থা এবং পুঁজিবাজার লেনদেন সীমিত করা হয়েছে। পুঁজিবাজারে লেনদেন হচ্ছে মাত্র আড়াই ঘণ্টা। এ সময়ের মধ্যে প্রায়ই লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। পুঁজিবাজারে লেনদেন বাড়ার বিষয়টি আমরা ইতিবাচকভাবেই দেখে থাকি। আমরা চাই লেনদেন বাড়ুক। তবে স্বাভাবিক অবস্থায় যে লেদেন হয় তার চেয়ে দিগুণ লেনদেন হওয়ার বিষয়টি অস্বাভাবিক কিনা সেটিও খেয়াল রাখতে হবে। কারণ কোনোভাবেই যেন সাধারণ বিনিয়োগকারীরা কারো গেমের শিকার না হন। হুটহাট করে বাজারে জোয়ার চলে আসুক এটি কাম্য নয়। বরং স্বাভাবিক গতিতে নিয়তান্ত্রিকভাবে বাজার চাঙ্গা হোক এমনটাই প্রত্যাশা হতে পারে। এ কারণে বাজারের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছাতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

Tagged