যখন অনিয়ম তখনই ব্যবস্থা নেওয়া হোক

দেশের পুঁজিবাজারে মূল সমস্যা বিনিয়োগকারীদের আস্থা সংকট। বহু কারণে এ সংকট তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে- সুশাসনের ঘাটতি, ভালো কোম্পানির শেয়ারের অভাব, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুর্বল কোম্পানি তালিকাভুক্তির অনুমোদন। এসব বিষয় ঠিক করতে পারলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এমনটাই মনে করেন সাধারণ বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা।

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত এক সেমিনারে এসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ক্রেস্ট সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠান অনিয়ম করেছিল। ডিএসইর সহায়তায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। বাজারে মেসেজ গেছে কেউ অনিয়ম করলে পার পাবে না।

বিএসইসির চেয়ারম্যানের এই বক্তব্যের সঙ্গে আমরা সহমত পোষণ করে বলতে চাই, যখন অনিয়ম তখনই ব্যবস্থা নেওয়া হোক। তাহলে বাজারে ইতিবাচক মেসেজ যাবে। অবশ্যই বাজারে মেসেজ যাওয়াটা দরকার। কারণ বিনিয়োগকারীরা যদি বুঝতে পারেন সুশাসন এসেছে, তাহলে তাদের আস্থা ফিরবে। আস্থা ফিরলে টাকার অভাব হবে না। পুঁজিবাজার ফের চাঙ্গা হবে। তাই আমরা বলতে চাই, বিএসইসি সুশাসন নিশ্চিত করুক। বিশেষ করে যখন অনিয়ম তখনই ব্যবস্থা নেওয়া হোক। তাহলে পুঁজিবাজার স্বাভাবিক হতে সময় লাগবে না।

Tagged