একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানুষ বিপদগ্রস্ত ছিল। এ সময় একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে। একে অপরকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, সহযোগিতা করেছে। কিন্তু আমরা এখন কী দেখছি? বিশ্বব্যাপি করোনাভাইরাসে সংক্রমণে বাংলাদেশও এখন বিপদগ্রস্ত। মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। যারা সচ্ছল, যাদের কাছে টাকা আছে তারা হয়তো বেশি দামে দ্রব্য কিনতে পারছেন কিন্তু যাদের সামর্থ নেই তারা কী করবেন? তারা কি না খেয়ে থাকবেন? তাদের কথা কেউ ভাববে না? বিশেষ করে খাদ্যদ্রব্য তো সকলেরই সমান দরকার। মানুষের এই বিপদের মুহূর্তে ব্যবসায়ীরা কী করে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়? এটি দেখার কি কেউ নেই?
পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে এই অবস্থায় বড় বড় ব্যবসায়ীসহ সচ্ছল মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, সহযোগিতা করছেন। এমনকি কিছু কিছু প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েও দিয়েছেন। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখানে পণ্যের দাম বাড়িয়ে বিপদগ্রস্ত মানুষকে আরো বিপদে ফেলা হচ্ছে। এটি খুবই দুঃখজনক। এই মুহূর্তে সবাইকে মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।