মুনাফা তোলার ক্ষেত্রেও বিনিয়োগকারীদের চৌকস হতে হবে

পুঁজিবাজারে লোকসান যেমন হয়, তেমনই মুনাফার সুযোগও সৃষ্টি হয়। তাই বিনিয়োগকারীকে বুঝতে হবে কখন, কীভাবে মুনাফা তুলতে হবে।

বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এতে অনেকে মনে করছেন বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা ছিল। পুঁজিবাজারে এটি হতেই পারে।

এদিন বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা কম থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এর ফলে টানা ছয় কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন হলো।

বিষয়টিকে বাজার সংশ্লিষ্টরা মূল্যসংশোধন বলছেন। তারা বলেছেন, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কয়েকদিন বেড়েছে। এ জন্য শেয়ার বিক্রি করে প্রফিট তুলে নিয়েছে। তাতে অধিকাংশ কোম্পানির শেয়ারে দাম কমেছে, কমেছে সূচকও। উত্থানের পর পতন এটাই পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। এতে বিচলিত হওয়ার কিছুই নেই। তবে দেখতে হবে এর মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা রয়েছে কিনা।

Tagged