মানুষ বাঁচলে দেশ বাঁচবে, বিনিয়োগকারী বাঁচলে পুঁজিবাজার বাঁচবে

মূলত একটি দেশের সাধারণ জনগোষ্ঠিই উন্নয়নের চাবিকাঠি। সাধারণ মানুষের আশা-আকাঙক্ষার আলোকে একটি দেশের অগ্রগতির সূচক সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এ কারণেই বলা হয়, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। মানুষই দেশের সব চেয়ে বড় সম্পদ। কারণ মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে। প্রতিটি ক্ষেত্রেই বিষয়টি গুরুত্বপূর্ণ। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রেও বিষটি সমান সত্য। তাই বলা যায়- বিনিয়োগকারী বাঁচলে পুঁজিবাজার বাঁচবে। বিনিয়োগকারী ছাড়া পুঁজিবাজারের অস্তিত্ব অনুভব করা যায় না।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রয়োজনীয় উৎপদন প্রক্রিয়া সচল রাখে। বিষয়টি খুবই সহজভাবে। এটি সাধারণ ব্যাংক-বীমার মতো নয়। এর আলাদা কিছু বৈশিষ্ট রয়েছে । কিন্তু দেখা যায়, তালিকাভুক্ত অনেক কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থা উত্তোলনের পর বিষয়টি ভুলে যায়। তারা বিনিয়োগকারীদের সঙ্গে সব সময় সঠিক আচরণ করা না। এতে বিনিয়োগকারীরা প্রতারিত হন। তারা প্রতিনিয়ত পুঁজিবাজারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এর ফলে বিনিয়োগকারী এবং পুঁজিবাজার উভয়ই ক্ষতিগ্রস্ত হন। অংশীজনরা সঠিক কাজ সঠিক সময়ে করেন না বলে সাধারণ বিনিয়োগকারীদের পস্তাতে হয়। আমরা বলবো, এটি আত্মঘাতি কাজ। এর থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতে হবে।

Tagged