ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির লেনদেন ৭৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৪ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির লেনদেন হয়েছে।  এসব কোম্পানির ৭৭ কোটি ৪১ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ২৯ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ৮৩ লাখ টাকার ৮০ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইনস্যুরেন্স লিমিটেডে মোট ৫ কোটি ৮০ লাখ ৭৪ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- বৃটিশ আমেরিকান টোব্যাকো, এনআরবি কমার্সিয়াল ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড,  সিলকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিংয়,  বেক্সিমকো ফার্মা, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেনটাইল ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, সোনারবাংলা ইন্সুরেন্স, সিটি ব্যাংক,  ট্রাস্ট ব্যাংক, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, আমান কটন, সিম টেক্স, মেঘনা লাইফ, ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, কে এন্ড কিউ , অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, বিবিএস ক্যাবলস, সিঙ্গার বিডি, ডেলটা ব্র্যাক হাউজিংয়, সায়হাম টেক্সটাইল এবং জিবিবি পাওয়ার  লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা

Tagged