ব্লক মার্কেটে ৩২ কোম্পানির লেনদেন ৩১ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট ৬৮ লাখ ১৭ হাজার ৬৫ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩১ কোটি ৩ লাখ ৪৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১৯ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মোট ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- এ্যাডভেন্ট ফার্মা, এ্যাপেক্স স্পিনিং, বিডি ফাইন্যান্স, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার, ডেল্টা ব্র্যাক হাউজিং, ফার ক্যামিকেল, লিনডে বাংলাদেশ, মুন্নু সিরামিক, এনসিসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, দ্যা পেনিনসুলা চিটাগাং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সি পার্ল বিচ রিসোর্ট, সিলকো ফার্মাসিউটিক্যালস, এসকে ট্রিমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এস.এস.স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged